আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর ফিনফুড মিলনায়তনে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির(ইবি) সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সকলে একত্রিত হয়ে মেহেরপুরের জন্য ভালো কিছু করার লক্ষ্যে এই মতবিনিময় সভা করেন তারা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহীউদ্দিন মিল্টন, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজাদ আলী, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মনিরুজ্জামান মনির, বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, গাংনী করমদি কলেজের অধ্যক্ষ এমদাদ হোসেন, ধানখোলা বিএম কলেজের অধ্যক্ষ সিলন, ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীর অধ্যক্ষ রবিউল ইসলাম, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভেজ হোসেন প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট মিজানুর রহমান সহ কুষ্টিয়া ইসলামি ইউনিভার্সিটির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।