নিজস্ব প্রতিবেদক:
“নিজের বলার মত একটা গল্প” ফাউন্ডেশনের বিরতিহীনভাবে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণের ২০০০ তম দিন উদযাপন উপলক্ষে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাজেদুর রহমান সাজু’র শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে মেহেরপুর জেলা পরিষদ মিলানায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের উদ্দ্যোক্তারা অংশ নেয়।