নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা ঝালের ঝাঁঝ বেড়েছে পাইকারিতে কেজি প্রতি ২৫ টাকা, খুচরা ৩০ টাকা। অর্থাৎ শনিবার পর্যন্ত মেহেরপুর শহরের আড়তে পাইকারি দরে কাঁচাঝাল বিক্রি হয়েছে ১২৫ টাকা কেজি। এবং খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
কোরবানির ঈদের আগের দিন মেহেরপুরের আড়তে ১০০ টাকা করে কেজি কাঁচাঝাল পাইকারি এবং ১২০ টাকা দরে খুচরা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ঈদের সপ্তাহ পেরোতে না পেরোতেই কাঁচাঝাল পাইকারি ১২৫ টাকা এবং খুচরা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হতে শুরু করেছে। কয়েকজন আড়তদারদের সাথে আলাপ করে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং অতি বর্ষণের ফলে কাঁচা ঝাল ডুবে অথবা মরে গেছে। যে কারণে কাঁচাঝালের আমদানি কম হওয়ায় দাম বেড়ে গেছে বলে জানান।