Home » মেহেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৩৫ জন

মেহেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৩৫ জন

কর্তৃক xVS2UqarHx07
177 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসে নতুন করে মেহেরপুরে ৩৫টি পজিটিভ রিপোর্ট এসেছে । সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, শনিবার রাতে তার মধ্যে ৭৪ টি রিপোর্ট এসেছে। যার মধে ৩৫ টি পজেটিভ রিপোর্ট এসেছে । মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান,সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, সোমবার তার মধে ৩৫টি পজেটিভ রিপোর্ট এসেছে।বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ১৮৩ জন। (সদর-১১০, গাংনী-৫৩, মুজিবনগর -২০) জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৮২। (সদর-৮৪, গাংনী- ৫৮, মুজিবনগর -৪০)। সুস্থ হয়েছে ৪ হাজার ৫২৭ জন (সদর-২০৯০, গাংনী -১৭৭৯, মুজিবনগর-৬৫৮। ট্রান্সফার্ড- ১৩৭ জন। (সদর- ৮৬, গাংনী-১৮ , মুজিবনগর -২৫) সোমবার ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৩ হাজার ৬২ ডোজ । এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ৭ হাজার ৭৩৯ডোজ। এর মধ্যে (পুরুষ-৪ লক্ষ ২৩ হাজার ৭৩৪ ও মহিলা-৪ লক্ষ ৮৪ হাজার ৫) ১ম ডোজ-৫ লক্ষ ১৩ হাজার ৯৫। ২য় ডোজ-৩ লক্ষ ৮৮ হাজার ৮২৪ । ৩য় ডোজ-৫ হাজার ৮২০।

০ মন্তব্য

You may also like

মতামত দিন