আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর- বাবুরপাড়ার গ্রামের মাঠে কলা গাছের উপর শত্রুতা করে প্রায় ৩শ কলা গাছ কেটে ফেলেছে।শনিবার রাতের কোনো এক সময় কলা গাছ গুলো কেটে ফেলা হয়।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের সমেজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন সুবিদপুর-বাবুরপড়া গ্রামের মাঠে ৫ বিঘা জমি লিজ নিয়ে কলার গাছ লাগান। ক্ষতিগ্রস্থ্য মনোয়ার হোসেন জানান, রাতের আধারে কে বা কারা শত্রুতা করে প্রায় ৩শ কলার গাছ কেটে ফেলে রেখে গেছে।