মেহেরপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে ইউনিয়ন পর্যায়ে করোনা প্রতিষেধক গণটিকা প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যাপি মেহেরপুর সদর,গাংনী ও মুজিবনগর উপজেলার ১৮টি ইউনিয়নে এবং ২টি পৌরসভায় টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।এদিন সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশনকারীরা টিকাগ্রহণ করে।
এদিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন টিকা কেন্দ্রে পরিদর্শন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান,মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন,বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ।