নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২৭ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। বর্তমানে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যাওয়া ৮৪ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ৫৮ ও মুজিবনগর উপজেলার রয়েছে ৪০ জন।
শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৫ টি পজেটিভ । এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২০৮১, গাংনী উপজেলায় ১৭৭৯ ও মুজিবনগর উপজেলায় ৬৫৮ জন। ট্রান্সফার্ড- ১২৯ জন। (সদর- ৮৫, গাংনী-১৮ , মুজিবনগর -২৫)
শুক্রবার কোন ভ্যাক্সিন প্রদান করা হয়নি। এযাবত মেহেরপুরে মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৮ লক্ষ ৯৯ হাজার ১৯ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ১৯ হাজার ২০৬ ও মহিলা-৪ লক্ষ ৭৯ হাজার ২১৩। এর মধ্যে ১ম ডোজ-৫ লক্ষ ৯৬ হাজার ৩, ২য় ডোজ-৩ লক্ষ ৮৪ হাজার ৩৬ ও ৩য় ডোজ-৫ হাজার ৩৮৩।
সবাই সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা সহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।