নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে লিজন নামের এক ফুটবলার। শনিবার দুপুরের দিকে লিজন নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। লিজন ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে একই গ্রামে একটি মেয়ের সঙ্গে লিজন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি উভয় পরিবারের জানাজানি হলে উভয় পক্ষ থেকে ওই সম্পর্ক থেকে সরে আসার জন্য তাকে আহ্বান জানানো হয়। এতে লিজন রাজি না হওয়ায় আগের দিন রাতে লিজনের পরিবার তাকে বকাবকি করেন। এতে রাগে ক্ষোভে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লিজনের মরদেহ বাড়িতেই রাখা ছিল। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।