নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে ৫’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি আটক করেছে জেলা ডিবি পুলিশ।গতকাল রবিবার(১৩মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের আখসার মিয়ার ছেলে সাজু মিয়া(২১),পোস্ট অফিস পাড়ার জামাল হোসেনের ছেলে রাসেল(২৪)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুর শহরের ০৯নং ওয়ার্ডের পশুর হাট এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ সাজু ও রাসেলকে আটক করে। আটককৃত সাজু ও রাসেলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।