আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালের দিকে সদর উপজেলার গোভীপুরে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোঃ আবু সালেহ এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ সাধারন সম্পাদক হাজী ইদ্রিস আলী, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী ব্যবসায়ী বিভাগ ও প্রধান পৃষ্ঠপোষক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সেক্রেটারি জব্বারুল ইসলাম, গোভিপুর গ্রামের জামাত নেতা সাদিকুল ইসলাম, আশরাফুল ইসলাম , ইমরান আলী, রবিউল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আলী রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।