নিজস্ব প্রতিবেদক:
গ্রাম্য সালিশের সাক্ষী দেওয়ার ছিপারন নেছা নামের এক মহিলাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ছিপারন নেছা মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের সামিরুল এর স্ত্রী।
আহত অবস্থায় সিপারনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তিন দিন পূর্বে পাশের বাড়ির আমিরুল ইসলাম নামের এক ব্যাক্তি তার স্ত্রী বুলবুলে খাতুনকে মারধর করে। ওই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়।
সালিশে ছিপারন নেছা প্রত্যক্ষদর্শী হিসাবে আমিরুলের বিরুদ্ধে সাক্ষী দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমিরুলের ছোট ভাই মোঃ মুনসাদ ও তার স্ত্রী মোছাঃ কাজল ছিপারন নেছার বাড়ি প্রবেশ করে তাকে মারধর করে। এতে সে আহত হলে আশেপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।