নিজস্ব প্রতিবেদক:
প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার ২০ দিনের মাথায় প্রথম স্বামীর কাছে ফিরে আসলেও তাকে নিতে অস্বীকৃতি জানানোয় ঘাস মারা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে সালমা খাতুন নামের এক গৃহবধূ। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে মেহেরপুর পৌর এলাকার শেখপাড়ার সালমা গত ২৪ জানুয়ারি তার প্রথম স্বামী কালাচাঁদপুর গ্রামের লিজন হোসেনকে ডিভোর্স দিয়ে ২৭ জানুয়ারি হৃদয় হোসেন নামের এক যুবকের সঙ্গে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার মাত্র ১৭ দিন পর রবিবার সালমা খাতুন আবারও তার প্রথম স্বামীর কাছে ফিরে আসে। এতে তার প্রথম স্বামী তাকে নিতে অস্বীকৃতি জানালে সালমা খাতুন ঘাস মারা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।