Home » মেহেরপুরে চাঁদাবাজি করার অভিযোগে মহিলা সহ ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে

মেহেরপুরে চাঁদাবাজি করার অভিযোগে মহিলা সহ ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
127 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

অবৈধভাবে আটক করে হত্যার ভয় দেখিয়ে মারপিট ও চাঁদাবাজি করার অভিযোগে মেহেরপুর শহরের ঘোষপাড়া থেকে আটক রুমানা ইয়াসমিন, আবুল হাসান, শাজাহান আলী এবং বিলকিস খাতুনের নামে মেহেরপুর সদর থানায় মামলা । আটক ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকালের দিকে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার স্বপন এর স্ত্রী উম্মে রোমানা সিদ্দিকার দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার মেহেরপুর শহরের ঘোষপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী রুমানা ইয়াসমিন তার সহযোগী আখের আলীর ছেলে হাসান আলী, দুলাল শেখের ছেলে শাহজাহান আলী এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চালুলিয়া গ্রামের রাসেল আহমেদের মেয়ে বিলকিস রাবেয়া মিলে চুয়াডাঙ্গা থেকে মোবাইল ফোনের মাধ্যমে স্বপনকে ঘোষপাড়ায় ডেকে নেন।

পরে তাকে আটক রেখে তার স্ত্রী রোমানা সিদ্দিকীর কাছে মোবাইল ফোন করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। পরে উম্মে রুমানা সিদ্দিকা চুয়াডাঙ্গা ডিবি পুলিশকে বিষয়টি অবহিত করলে চুয়াডাঙ্গা থেকে ডিবি’র সদস্যরা মেহেরপুর পৌঁছে মেহেরপুর সদর থানা পুলিশের সহযোগিতা নিয়ে ঘোষপাড়া থেকে স্বপনকে উদ্ধার এবং রুমানা ইয়াসমিন, আবুল হাসন, শাজাহান আলী এবং বিলকিস খাতুনকে আটক করেন।

এ ঘটনায় উম্মে রোমানা সিদ্দিকা বাদী হয়ে দন্ড বিধির ৩৪২/৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় বুধবার মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলার নং ৩৩। এদিকে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে বিকালের দিকে কারাগারে পাঠানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন