Home » মেহেরপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কর্তৃক xVS2UqarHx07
112 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল, সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্ব মিছিলটি জেলা প্রশাসকের কার্যলয় প্রঙ্গন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামছুজোহা নগরউদ্দানে গিয়ে শেষ হয়।মিছিলে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ সহ জেলা আওয়ামী ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

পরে শহীদ শামছুজোহা নগর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় সেখানে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন