মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর শহরে জমি ভাগা ভাগিকে কেন্দ্র করে মা,বোন ও ভাগ্নেকে রক্তাক্ত করেছে মো: ইনসান নামে এক ব্যক্তি। আহতরা হলেন মা মোছাঃ মজিনা খাতুন (৫৮), বোন মোছাঃ লাবনী খাতুন (৩৫) ও ভাগ্নে মোছাঃ লোপা খাতুন (১৬)। আজ শুক্রবার সকালে মেহেরপুর শহরের নতুনপাড়ায় এ ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয়রা উদ্ধারকরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল ৯ টার দিকে নিজেদের জমি ভাগা ভাগিকে কেন্দ্র করে মেহেরপুর শহরের নতুন পাড়ার মৃত দুলাল শেখের ছেলে মো: ইনসান তার মা মজিনা খাতুন , বোন মোছাঃ লাবনী খাতুন ও ভাগ্নে মোছাঃ লোপা খাতুন কে মারাত্মক জখম করে। এসময় স্থানীয়রা তাদেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, আহতদেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রত্যেকের মাথায় গভীর খত হয়েছে। তাদের বেশ কয়েকটি শেলাইও হয়েছে। তবে বর্তমানে তারা আশংকা মুক্ত। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা দারা জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের পরিবার থেকে আভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।