Home » মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি টুলবল খেলা অনুষ্ঠিত

মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি টুলবল খেলা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
148 ভিউজ

মেহেরপুর প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল খেলার আয়োাজন করা হয়।শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে।নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়াই।এতে মেহেরপুর সদর উপজেলা একাদশ ৫-৪ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে।

খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশের পক্ষে মানিক, হিমেল, রাজা, রকি এবং শিমুল একটি করে গোল করেন।গাংনী উপজেলার পক্ষে রিপন, রাব্বি, সবুজ এবং রুহুল একটি করে গোল করেন।গাংনীর মৃদুলের শট সদর উপজেলার গোলরক্ষক সজীব আটকে দেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম পুরস্কার বিতরণ করেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রীতি ফুটবল খেলার উদ্বোধন ঘোষণা করেন।এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল- আসাদ,(রাজস্ব) তুষার কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, নাহিদ হোসেন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল মান্নান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন