আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন শিশুর মুখে কৃমিনাশক ট্যাবলেট তুলে দিয়ে মেহেরপুর জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন ঘোষণা করেন। এসময় অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার মামুনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলোক কুমার দাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল কবীর,শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন শাহনাজ, ইপিআই সুপার আব্দুস সালাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী কিন্ডারগার্টেন এর ছাত্রছাত্রী থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত ১ লক্ষ ৬২ হাজার শিশুর মধ্যে কৃমি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।