নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (৫০)এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়।
গত ১৭ এপ্রিক কে বা কার অজ্ঞাত ওই ব্যক্তিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে চলে যান। সেদিন থেকে তিনি মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যুর পর মেহেরপুর সদর থানার পুলিশ তার লাশ মেহেরপুর মর্গে নিয়ে যান।