নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট টাপেন্টাডল ৩৬ পিস, গর্ভনিরোধকারি সরকারি ইনজেকশন স্বস্তি-১৫০ মি,লি ১৯৪ পিস, ইন্ডিয়ান অবৈধ সেক্সের ঔষধ ভায়াগ্রা-১০০ মিলি ৭৫০ পিস, সরকারি ঔষধ সেফিক্সিম-২০০মিলি ২০০ পিস, সেফ্রাডিন-৫০০ মিলি ৫০০ পিস, এজিথ্রোমাইসিন-৫০০ মিলি ১০০ পিস, সিপ্রোফ্লক্সিন-৫০০ মিলি ৩০০ পিস এবং নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রির ৫৫০০ নগদ টাকা সহ ইমন ঈশান ফার্মেসির মালিক বাবর আলী(৫০) কে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বাবর আলী মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকার শফিউল মণ্ডলের ছেলে।
রবিবার বিকেলের দিকে মেহেরপুর-কাথুলী বাসস্ট্যান্ডে ইমন ঈশান ফার্মেসিতে অভিযান চালিয়ে এসব ঔষধ উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারের নেতৃত্বে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম, ইন্সপেক্টর মেজবাহউদ্দিন, এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই মাহতাব উদ্দিন,এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাথুলী বাস স্ট্যান্ডে অবস্থিত ইমন ঈশান ফার্মেসিতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ ঔষধ উদ্ধার করা হয়। এবং ফার্মেসির মালিক বাবর আলীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে এর আগেও তার দোকানে একাধিকবার অভিযান চালানো হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।