আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, ট্রাই-সাইকেল,টয়লেট চেয়ার, ওয়াকার এবং কর্ণার চেয়ার বিতরণ করেন।
বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি বিকেল ৩টার দিকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করেন।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পরামর্শক ফিজিওথেরাপিস্ট ডা.মোঃ আব্দুল হাই।
অনুষ্ঠানে ৮৯টি হুইল চেয়ার, ৮টি ট্রাই-সাইকেল, ৫টি টয়লেট চেয়ার,৫টি ওয়াকার এবং ২টি কর্ণার চেয়ার বিতরণ করেন।