Home » মেহেরপুরে ট্রাকের ধাক্কায় রজনী খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় রজনী খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

কর্তৃক xVS2UqarHx07
122 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় রজনী খাতুন(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। রজনী খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিরীপাড়া এলাকার বাহার আলীর মেয়ে। এবং আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, ঘটনার সময় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম গ্রীষ্মকালীন মেয়েদের কাবাডি খেলা শেষ করে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের নিয়ে স্যালো ইঞ্জিন চালিত একটি আলগামনে যোগে আমঝুপির উদ্দেশ্যে রওনা দেই। খেলোয়াড় বহনকারী আলগামনটি মেহেরপুর কলেজ মোড় অতিক্রম করার সময় একই দিক থেকে আসা কুষ্টিয়া ট-১১-২০২৬ নাম্বারের একটি ট্রাক আলগামনটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় রজনী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আলগামনে থাকা স্কুলছাত্রীরা জানাই মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলায় সেমিফাইনাল খেলা শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। এ সময় মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে আমাদের ধাক্কা দেয়।ধাক্কা লেগে রজনী গুরুতর আহত হয়।এই সময় তাদের সাথে কোন স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন না।

ট্রাক ড্রাইভার জহিরুল বলেন, আমি মেহেরপুর বিএটিবিতে তামাক লোড করতে যাচ্ছিলাম, আমার ভুলেই এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। আমি হর্ন দিলে এমন দুর্ঘটনা না ঘটতেও পারতো।সড়ক দুর্ঘটনার পরে ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয়রা আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন