Home » মেহেরপুরে তুচ্ছ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ ৫ জনকে মারধরের অভিযোগ

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ ৫ জনকে মারধরের অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
176 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার ঝাঝা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্বাস আলী সহ ৫ জনকে মারধর করার অভিযোগ । মারধরের শিকার হওয়া অন্যরা হলো আমানুল এর স্ত্রীর সাহেরা খাতুন, মঞ্জিলা খাতুন, উজ্জ্বল হোসেনের স্ত্রী মমতাজ খাতুন, এবং কামরুল ইসলামের ছেলে রানা। তাদেরকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলা ঝাঝা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে বিকালের দিকে সাহেরা খাতুনের একটি ছাগল রাস্তায় শুয়ে থাকা কে কেন্দ্র করে একই গ্রামের লাভলুর ছেলে ফুল মিয়া ও পচার ছেলে মিলনের সাথে কথা কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির জের ধরে ফুলমিয়া ও মিলনের নেতৃত্বে তার লোকজন সাহেরা, মমতাজ, মঞ্জিলা এবং রানা কে মারধর করে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্বাস আলী তাদেরকে ঠেকাতে আসলে তাকে মারধর করা হয়।

পরে সকলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন