নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা শহর থেকে দিনের বেলায় প্রকাশ্যে এক কলেজ ছাত্রীর মােবাইলফােন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সােমবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণ ধলা গ্রামের মহি উদ্দীনের মেয়ে কলেজ ছাত্রী মােহনা খাতুনের মােবাইলফােন মােটরসাইকেল চড়ে আসা দুই অজ্ঞাত যুবক ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা জানান , কলেজ ছাত্রী মোহনা খাতুন তার এক চাচাতাে বোনকে সাথে নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়ক দিয়ে হাঁটছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে চড়ে আসা দুইজন অজ্ঞাত যুবক তাদের গতিরোধ করে এবং প্রিক্যাডেট স্কুলের ঠিকানা জিজ্ঞাসা করে। এসময় মোহনা তাদের ঠিকানা বলতেই হাতে থাকা ১টি ২৫ হাজার টাকা মুল্যের রিয়েলমি মোবাইলফোন হাত থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায় । মোহনা চিৎকার দিলে স্থানীয় লোকজন সেখানে পৌঁছানাের আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের পরামর্শে মােহনা গাংনী থানায় একটি জিডি করেন।
ভূক্তভােগি মােহনা খাতুন জানান, এ বিষয়ে থানায় একটি জিডি করেছি। আমার মোবাইলে একটি সিম কার্ড রয়েছে। সেটিও এখন বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে,গাংনী উপজেলা শহর থেকে দিনের বেলায় প্রকাশ্যে মোবাইল ছিনতাইয়ের ঘটনার কারণে আইনশৃঙ্খলা সম্পর্কে নানা প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
চলতি মাসে গাংনী উপজেলা শহরে অপহরণের চেষ্টাসহ বেশ কয়েকটি ঘটনায় জানান দেয় যে,আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। সম্প্রতি, গাংনী উপজেলার বেশ কয়েকটি গ্রামে অটােভ্যান,দােকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে।