নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণের অভিযোগে আলাউদ্দিন ওরফে আলী ডাক্তার নামের এক গ্রাম্য ডাক্তার কে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলের দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
আলাউদ্দিন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে। ভবানীপুর গ্রামের ফেন্সি খাতুন নামের এক মহিলার দায়ের করা মামলায় মুজিবনগর থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠান। পরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ তারিক হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেন্সি খাতুনের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে ফেন্সি খাতুন গ্যাস, ব্যাথা ও ডায়াবেটিস এর জন্য ঔষধ আনতে আলাউদ্দিনের বাড়িতে যাই। ঐসময় আলাউদ্দিনের বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই ফেন্সি খাতুন বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্প পুলিশের কাছে ও বিষয়টি অবহিত করার পর, মুজিব নগর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এরন ৯ (১) থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৯। পরে পুলিশ আলাউদ্দিনকে আটক করেন।