নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে নির্মাণাধীন আইসিটি কমপ্লেক্সে রড কাটার সময় আরিফ নামের এক শ্রমিক আহত হয়েছে। আহত অবস্থায় আরিফকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আরিফ চাঁদপুর জেলার মতলব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। জানা গেছে দুপুরের দিকে রড কাটার সময় একটি ব্লেড খুলে গিয়ে আরিফকে আঘাত করে। এসময় আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।