নিজস্ব প্রতিবেদক:
পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনা। নাহিদ,আশিক,কুয়ূশা,
সাজুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে গাড়ি চালক কুয়াশা ও সাজুকে কুষ্টিয়া রেফার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত নাহিদ(১৭) মেহেরপুর শহরের দিঘির পাড়ার খোরশেদ আলমের ছেলে, আশিক(৪০) অজ্ঞাত,কুয়ূশা(৪৫) মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মীর মিলন হোসেনের ছেলে, সাজু,(৩৫) হালদার পাড়ার বাবুলালের ছেলে।বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে আহত ব্যক্তিরা মেহেরপুর শহরের হালদারপাড়া থেকে বরযাত্রী নিয়ে প্রাইভেট কারযোগে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মেহেরপুর শহরের দিঘিরপাড়ায় পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে প্রাইভেট কারের চালকসহ সকলে আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কুয়াশা ও সাজুর অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া রেফার করা হয়েছে। দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।