আব্দুল হামিদ, বার্তা সম্পাদক:
মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে ভুয়া আট পরীক্ষার্থীকে আটক করা হয়েছে, নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হন তারা।
শুক্রবার ১০ জানুয়ারি বেলা ১১টার দিকে শহরের সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে,পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আট ভুয়া পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটকরা হলেন- শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারীর নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুরের মোটা বাবুর ছেলে শ্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুর জেলার মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধা জেলার নুরুনবী মিয়ার ছেলে নূর মওলা ও ঝিনাইদহ জেলার দিলিপ দেবনাথের ছেলে দিবশ দেবনাথ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি,দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শহরের ৬টি কেন্দ্রে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার আয়োজন করে, ৭১টি শূন্য পদে ৪০২৫ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন,বেলা ১১টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হলে উপস্থিত হাজিরা নেওয়ার সময় আট পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় তাদের সন্দেহ হয়, পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পল্লী বিদ্যুৎ ও জেলা প্রশাসককে জানালে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদেরকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত শেষে পুলিশ পাহারায় আটক আসামিদের কারাগারে পাঠানো হয়।