আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে পাখি ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ফেন্সি খাতুন(৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ফেন্সি খাতুন গহরপুর গ্রামের শের আলীর স্ত্রী। জানাযায়, গত মঙ্গলবার তার পিতার বাড়ি আমদাহ যাওয়ার সময় আশরাফপুর নামক স্থানে পৌছালে ভ্যানের চাকার সাথে তার ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে যান। চলন্ত ভ্যান থেকে রাস্তায় পড়ে গুরুতর ভাবে আহত হন তিনি।স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়ায় রেফার করেন। তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার দুপুরে ১২টায় মৃত্যু হয় ফেন্সি খাতুনের।