Home » মেহেরপুরে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় সাকিব আহত

মেহেরপুরে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় সাকিব আহত

কর্তৃক xVS2UqarHx07
283 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় সাকিব নামের এক যুবক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত্রী আনুমানিক ৯ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মোড়(কৃষ্ণচূড়া গাছ)এর নিচ থেকে টেনে হিচরে কিল ঘুষি মারতে মারতে ধরে নিয়ে যেয়ে অন্ধকারে্ বেধরক পিটিয়েছে সন্ত্রাসীরা।

আতহ সাকিব মেহেরপুর শহরের ওয়াপদাপাড়ার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।সাকিব মেহেরপুর বড় বাজারের কাঁচামাল ব্যাবসায়ী সাজ্জাদ হোসেনের পুত্র।
আাহত সাকিবের জানান,
আনুমানিক রাত্রি ৯ঃ১০ মিনিটের সময় পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে জোর করে ধরিয়া অন্ধকারে ফাঁকা স্থানে নিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক কিল ঘুষি লাথি মারধর করে ছ্যাচা ফোলা জখম করে।
আসামি (১) মো সোহাগ(২০) পিতা মৃত নাসির,(২)মুকুল (৩৫)পিতা মো আব্দুল মাবুদ,(৩) সাইমুন সৈকত(১৮)পিতা অজ্ঞাত(৪) মো মামুন (৪০) পিতা মাবুদ চুড়িওয়ালা সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন সর্ব সাং বাসস্ট্যান্ড পাড়া,৮ নং ওয়ার্ড মেহেরপুর।২ নং বিবাদী তার হুকুমে ১ নং বিবাদী হতে ৩ নং বিবাদীগন আমার উপরে অতর্কিত হামলা করে এবং বিবাদির হাতে থাকা কাঠের বাটাম লোহার রড দিয়ে আমার মাথায়, পিঠে ও বুকে সহ শরিরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া রক্তাক্ত জখম করে।পরে আমি সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়,এবং ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেহেরপুর গিয়ে চিকিৎসা নিয়ে মেহেরপুর সদর থানায় এসে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করি।
এ বিষয়ে মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান,ঘটনা শুনেছি দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন