আমঝুপি অফিস:
প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে ১০ টার সময় মেহেরপুরের চাঁদবিলে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের নিজস্ব হলরুমে এ কর্মশালার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর ইমপ্যাক্ট ফাউন্ডেশন প্রশাসক শফিকুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের পরিচালক ডা. হাসিব মাহমুদ। এই কর্মশালায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ওয়াহিদুল হক,কামরুজ্জামান,মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম,আলা আমিন হোসেন, সহ-সভাপতি মহাসিন আলী, ফারুক মল্লিক সাংগঠনিক সম্পাদক মক্ত, মুজিবনগর ডিগ্রী কলেজের প্রভাষক জাহির হোসেন চঞ্চল,প্রেসক্লাবরে নির্বাহী সদস্য রাশেদুজ্জামান, উম্মে ফাতেমা রোজিনা মেহের আমজাদ,জাহিদ হোসেন, আজকের মেহেরপুর এর প্রধান সম্পাদক আকতারুজ্জামান সহ বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিক গগন প্রমূখ। দিনব্যাপী প্রশিক্ষণে পরিচালনা করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন প্রশিক্ষক টিপু সুলতান সোনিয়া সুলতানা।
প্রশিক্ষণে প্রতিবন্ধি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে প্রতিরোধ করা যায় এবং সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে কিভাবে প্রতিবন্ধিতা রোধ করা যায় তা নিয়ে আলোচনা করেন। সেই সাথে সাথে গণমাধ্যম কর্মীরা প্রতিবন্ধিতা রোধে ইমপ্যাক্ট ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরার আহ্বান জানান।