Home » মেহেরপুরে প্রতিবন্ধী দিবস পালিত।

মেহেরপুরে প্রতিবন্ধী দিবস পালিত।

কর্তৃক ajkermeherpur
53 ভিউজ

মেহেরপুর প্রতিনিধিঃ

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ৩৩ তম আন্তর্জাতিক এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,

 

মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।

 

এই প্রতিপাদ্দের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলশী কুমার পাল, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল আহমেদ প্রমুখ।
এদিকে এর আগে ৩৩ তম আন্তর্জাতিক এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালী বের করা হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়, র‍্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলশী কুমার পাল, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন