আমঝুপি অফিস:
মেহেরপুরে প্রবল শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। এতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার দুপুরের দিকে প্রায় ৩০ মিনিট যাবত শিলা বৃষ্টি হয়।
ফাল্গুনের মাঝামাঝি এসে হঠাৎ করে মেহেরপুর আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি।সাথে প্রচন্ড শিলা। বড় বড় শিলা পড়ে অনেক স্থানে জমাট বেঁধে থাকে।
প্রচন্ড শিলা বৃষ্টির কারণে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে অনেকে আশা ব্যক্ত করেছেন। বিশেষ করে পাকা, আধাপাকা গম, মসূরী, আমের মুকুল, সূর্যমুখী সহ বিভিন্ন ধরনের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হবে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি। প্রচন্ড গতিতে শিলা বৃষ্টি শুরু হওয়ার পরপরই মেহেরপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হওয়ায় বাইরে বের হওয়া মানুষজন আটকা পড়ে। অনেক নিচু অঞ্চলে হাঁটু সমান পানি জমা হয়ে যায়।