নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে ৬ বোতল ফেন্সিডিলসহ মোস্তাক আহমেদ নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। আটক মোস্তাক আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের কামাল হোসেনের ছেলে।
শুক্রবার বিকেল চারটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে তার শ্বশুর জিল্লুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তাকের শালা রাসেল আহমেদ পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে এএসআই শেখ মোঃ বিপ্লব হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয় জিল্লুর রহমানের বাড়িতে। এ সময় ঘর তল্লাশি করে ফ্রিজের নিচ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রাসেল ও মোস্তাক দুজনে মিলে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছিল বলে বামন্দি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।