আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ পল্টু মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ তার কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পল্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পল্টু মিয়া মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সামনেথেকে পল্টু মিয়াকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর নিকট থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।