নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর জেলা বাসীর পক্ষ পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, মুক্তিযোদ্ধা ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন পৌরসভা ও যুবলীগের পক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পৌর আওয়ামী লীগের পক্ষের সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ছহিউদ্দীন ডিগ্রি কলেজের পক্ষ অধ্যক্ষ একরামুল আজিম, টিটিসির পক্ষে অধ্যক্ষ আরিফ আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, সামাজিক বন বিভাগের পক্ষে জাফরুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষে পরিদর্শক আব্দুল মান্নান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষে উপ-সহকারী পরিচালক নজমুজ্জামা, পুষ্প মাল্য অর্পণ করেন।
এছাড়াও মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার, পল্লী বিদ্যুৎ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সমবায় অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, কৃষি ব্যাংক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ,জেলা আনসার ভিডিপি সহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি দফতরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় সেখানে দোয়া করা হয়।