নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই মনিরুজ্জামানের(৪৫) হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছে বড় ভাই সাইদুর রহমান(৫৫)। উভয়ই মেহেরপুর ৭ নংওয়ার্ড নতুন শেখপাড়া এলাকার মৃত ফরজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সাইদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।জানা গেছে বসত বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে মনিরুজ্জামান ও তার স্ত্রী সালমা খাতুন সাইদুর রহমানের বাসায় ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করার এক পর্যায়ে সাইদুর রহমান প্রতিবাদ করতে গেলে মনিরুজ্জামান তার হাতে ঢাকা হাতুড়ি দিয়ে সাইদুর রহমানের মাথায় আঘাত করে।
পরে এলাকাবাসী সাইদুর রহমানকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে সে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।