Home » মেহেরপুরে বিকাশ প্রতারণা এবং হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে হস্তান্তর

মেহেরপুরে বিকাশ প্রতারণা এবং হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে হস্তান্তর

কর্তৃক xVS2UqarHx07
134 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর পুলিশ সুপারের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশ প্রতারণা এবং ভুলক্রমে অন্য নং চলে যাওয়া ৩৫ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ৯ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল ইসলাম বুধবার বিকালে তার নিজ কার্যালয়ে টাকা এবং মোবাইল ফোনের মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের টিম ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের টিম ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের নিকট থেকে প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া এসব টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন ও হারানো টাকা ফেরৎ পেয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন