নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার ইসাখালি বিজিবি’র অভিযানে ১০ কেজি রুপা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের ১২২/ ওয়ান এস প্লারের কাছ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি রুপা উদ্ধার করা হয়।
জানা গেছে চুয়াডাঙ্গার-৬ ব্যাটালিয়নের এর আওতাধীন ইচাখালি বিওপির কমান্ডার সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিজিপি’র একটি টহল দল ওই এলাকার টহল থাকাকালীন সময় ইছাখালী সীমান্তের ১২২/ ওয়ান এস এর বটতলা থেকে মালিক বিহীন ১০ কেজি রুপা উদ্ধার করে।