Home » মেহেরপুরে বিদেশ যেতে না পারায় অভিমানে যুবকের আত্মহত্যা

মেহেরপুরে বিদেশ যেতে না পারায় অভিমানে যুবকের আত্মহত্যা

কর্তৃক xVS2UqarHx07
234 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের রামনগর গ্রামে আব্দুর রহিম (২৫) নামে এক যুবক বিদেশে যেতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই), ভোরে আব্দুর রহিমের শয়নকক্ষের ফ্যানের সাথে কাপড় পেচিয়ে সে আত্মহত্যা করে। আব্দুর রহিম মেহেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও সৌদি আরব প্রবাসী খায়রুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রহিম বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলো। কিন্তু তার শারিরিক অসুস্থতার জন্য বিদেশে যেতে পারেনি। তবে পারিবারিক কোন অশান্তি ছিলনা।

সূত্র জানায়, বুধবার রাতে তার এক বন্ধুকে নিয়ে একসাথে রাতের খাবার খেয়েছে। মধ্যরাত অবধি সেই বন্ধুর সাথে গল্পও করেছে। পরে বন্ধু চলে গেলে বাড়ির সবাই শুয়ে পড়েন। ভোর বেলায় আব্দুর রহিমের মা তার শয়নকক্ষে ঢুকে রহিমকে ডাকতে যেয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে জ্ঞান হারায়।

মায়ের চিৎকারে লোকজন এসে শয়নকক্ষ থেকে রহিমের লাশ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানা পুলিশ খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার এস আই খায়ের বলেন, লাশের সুরত হাল রিপোর্ট নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সাথেও কথা বলা হয়েছে। সবকিছু মিলিয়ে প্রাথমিক ভাবে এটা আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন