আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরে গাংনীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলেক হোসেন(৪২) নামের এক ডিস ক্যাবল লাইনের মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার উপজেলার জুগিন্দা ডিস ক্যাবল লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত আলেক হোসেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের হাসনাবাদ কলোনি গ্রামের মৃত ভোলা শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জুগিন্দা গ্রামের আক্কাস আলীর বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে ডিস ক্যাবলের লাইন মেরামত করার সময় অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ঝুলতে থাকে।পরে স্থানীয়রা বাঁশ ও দড়ি বেঁধে বৈদ্যুতিক খুঁটি থেকে তাকে নিচে নামিয়ে আনেন।
পিরোজপুর ইউপি সদস্য রাজনগর গ্রামের মেম্বর আরমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নিজ বাড়ি হাসানাবাদ নিয়েছেন। গাংনী থানার ওসি মোঃবজলুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।