নিজস্ব প্রতিনিধি:
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) মেহেরপুরের উদ্যোগে গত বছরের ন্যায় চলতি মৌসুমে মেহেরপুরে বিনামূল্যে প্রায় সাড়ে তিন লক্ষ গাছের চারা বিতরণ করেছে।
চলতি বছরে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এসকল গাছের চারা বিতরণ করা হয়। মেহেরপুর বিএটিবি সূত্রে জানা গেছে বিএটিবির ব্যবস্থাপনায় মেহেরপুরে বিভিন্ন ধরনের চারা বপন করার পর সেই চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
বিতরণকৃত চারার মধ্যে রয়েছে মেহগনি, মহানিম, কদবেল আতা,আমলকি, বহেরা,কাঁঠাল, পেয়ারা, জাম,নাজিনা,তেতুল আমড়াসহ বিভিন্ন ধরনের ফলজ-বনজ, ঔষধি গাছের চারা বিতরণ রয়েছে। জানা গেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়ে সকল গাছের সাড়া প্রদান করা হয়।