Home » মেহেরপুরে বিপুল পরিমাণ অনিরাপদ খাদ্য, মেয়াদবিহীন রুটি, দই,চানাচুর,আচার খেলনা টাকার নোট সহ বিপুল পরিমাণ খাদ্য জব্দ করে সেগুলো ধ্বংস

মেহেরপুরে বিপুল পরিমাণ অনিরাপদ খাদ্য, মেয়াদবিহীন রুটি, দই,চানাচুর,আচার খেলনা টাকার নোট সহ বিপুল পরিমাণ খাদ্য জব্দ করে সেগুলো ধ্বংস

কর্তৃক xVS2UqarHx07
86 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে বিপুল পরিমাণ অনিরাপদ খাদ্য, মেয়াদবিহীন রুটি, দই,চানাচুর,আচার খেলনা টাকার নোট সহ বিপুল পরিমাণ খাদ্য জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে সদর উপজেলার কুলবাড়িয়া কুতুবপুর,হিতিমপাড়া,শোলমারি এবং শুভরাজপুরে অভিযান চালিয়ে কুলবাড়িয়া বাজারে পিন্টুর দোকানে মেয়াদউওীর্ন সেভেন আপ। হিতিম পাড়ায় আবুলের দোকানে অনিরাপদ খাদ্য।

কুতুবপুর গ্রামের সুজন মিয়ার মুদি দোকানে মেয়াদবিহীন রুটি, দই,চানাচুর,আচার খেলনা টাকার নোট এবং শুভরাজপুরে রুহুলের দোকানে একই রকম খাদ্য জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। এদিকে এর আগে সদর উপজেলার শোলমারী গ্রামের শুফিয়ান এর দোকানের ফ্রিজ তল্লাশি করে মেয়াদবিহীন দই এবং তেরঘরিয়ার তরিকুলের দোকান থেকে অনিরাপদ খাদ্য জব্দকরা হয়।নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৫ ধারায় এগুলো জব্দ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন