Home » মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

কর্তৃক xVS2UqarHx07
275 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলরুমে উপস্থিত বক্তৃতা কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মেহেরপুর জেলা এনসিটিএফ’র সভাপতি ফাহিম রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ এর সভাপতি সপ্তমী কর্মকার পূজা ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এনসিটিএফ এর সভাপতি কাওসার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি এসএম মেহেরাব হোসেন, জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ, জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার ফারিয়া আফরিন এলিসা প্রমুখ। এর আগে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক নুসরাত জাহান,এনসিটিএফ সদস্য নোশিন তাবাচ্ছুম,নাফিজা রেজা,রাফি, নাফিজ,নওরিন জাহান প্রমুখ ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন