Home » মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দীন বিশ্বাস স্বাধীনতা পদক সম্মানে ভূষিত হওয়ায় আনন্দ মিছিল

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দীন বিশ্বাস স্বাধীনতা পদক সম্মানে ভূষিত হওয়ায় আনন্দ মিছিল

কর্তৃক xVS2UqarHx07
149 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দীন বিশ্বাস স্বাধীনতা পদক সম্মানে ভূষিত হওয়ায় আনন্দ মিছিল করেছে মেহেরপুর জেলার সাবেক ছাত্রলীগ নেতারা।

মেহেরপুরের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দীন বিশ্বাস স্বাধীনতা পদক এ ভূষিত হওয়ায় মেহেরপুরে আনন্দ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আনন্দ মিছিলটি মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে বড়বাজার, থানা সড়ক, প্রধান সড়ক হয়ে পুরাতন বাস স্ট্যান্ড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বাদ্য বাজিয়ে জাতীয় পতাকা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতা পদক প্রাপ্ত ছহিউদ্দিন বিশ্বাসের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। পরে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

আনন্দ মিছিলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফওয়ান আহমেদ রূপক, বারিকুল ইসলাম লিজন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, গাংনী উপজেলা যুব লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, সাংস্কৃতিক কর্মী শাশ্বত নিপ্পন চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান সহ সাবেক এবং বর্তমান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন