নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরে ৭১’র বীর মুক্তিযোদ্ধাবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জুলাই), সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মো. আব্দুল মালেক (অবঃ), একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সমন্বয়ক ক্যাপ্টেন মো. আব্দুল মালেক।
এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ওমেদন আলী, হায়দার আলী খান, জিল্লুর রহমান, আলী হোসেন, আবু সাত্তার, চাঁদ আলী, সালেহা বেগম ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সাঈদ হোসেনের মরদেহ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান না করায় তীব্র প্রতিবাদ জানান।
একই সময়ে মেহেরপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে না দিয়ে জেলা প্রশাসন দখল করে রেখেছেন বলেও জানান।
তিনি বলেন, আজকের এ ঈদ পুনর্মিলনী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু জেলা প্রশাসন অমুক্তিযোদ্ধা ভাইদের সাথে আপোষ করে কমপ্লেক্স ব্যবহার করতে বলেন। আমরা তাতে রাজি না হওয়ার কারণে জেলা প্রশাসন আমাদের তা ব্যবহার করতে দেননি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধনসহ আন্দোলনে নামতে বাধ্য হবো। তিনি অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হাতে সংগঠনের দায়িত্ব ভার তুলে দেওয়ার কথা জানান।