নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শহরকে “গ্রীন সিটি” করার লক্ষ্যে, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরবাসীকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনা কে পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন শেষে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান। এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ব্যবসায়ীদের উদ্দেশ্যে দোকানের ময়লা আবর্জনা পরিষ্কার শেষে যত্রতত্র না ফেলে ময়লা আবর্জনা দোকানের সামনে জড়ো করে রাখার আহ্বান জানান। এলাকা পরিদর্শনকালে পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর শাকিল রাব্বি ইভান,নুরুল আশরাফ রাজিব প্রমূখ উপস্থিত ছিলেন।