আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, একটি গরু অগ্নিদগ্ধ, কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝা গ্রামের আবুল হাসেমের মেয়ে হিরা খাতুন রান্না ঘরের রান্না করার সময় অসাবধান বশে ঘরে আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী রহমান হোসেনের ছেলে ইসমাইল হোসেন, তার ভাই আবু বক্কর সহ আবুল হোসেন এবং বকুলের ঘরে আগুন লেগে যায় এ সময় আগুনের লেলিহান শিখায় বাড়িতে রাখা ফ্রিজ, টেলিভিশন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে ৫টি ঘর সহ ঘরে রাখার সমস্ত জিনিসপত্র পড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে নাসিমা খতুনের একটি গরু অগ্নিদগ্ধ হয়।