আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শেষের দেড় ঘন্টা আগেই চেয়ারম্যান প্রার্থীর ব্যালট শেষ হলেও মেম্বার প্রার্থীর ব্যালট থেকে যায়। এছাড়াও ঐ কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতিকে সিল মারার অভিযোগও রয়েছে।
রবিবার মেহেরপুর কুতুবপুর ইউনিয়নের উজলপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহনের দেড় ঘন্টা আগে দুপুর আটাই টার দিকে চেয়ারম্যান পদের সমস্ত ব্যালোট শেষ হয়ে যায়। চেয়ারম্যান প্রার্থীর শতভাগ ভোট পোল হলেও মেম্বার প্রার্থীদের ব্যালট রয়ে যায়। এসময় শাতাধিক নারীকে ভোট দেবার জন্য অপেক্ষা করতে দেখা যায়। এর আগে সকালে ভোট শুরুর কিছু সময় পর আওয়ামী লীগ সমার্থিত প্রার্থীর এজেন্ট ও তার লোকজন সতন্ত্র প্রার্থী সেলিম রেজার এজেন্টেদের বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারার অভিযোগ করেন সতন্ত্র প্রার্থী সেলিম রেজা। এসময় বিষয়টি জানতে সাংবাদিকরা প্রিজাইডিং আফিসারের কাছে গেলে কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এস আই দেবাশীষ সাংবাদিকদের কেন্দ্র থেকে বের না হলে আটকের হুমকী দেন। প্রিজাইডিং অফিসার ওয়াসিম আকরাম বলেন, আমার কিছু করার নেই, আমি নিরুপাই।
প্রিজিইডিং আফিসার ওয়াসিম আকরাম বলেন, প্রকাশ্যে ব্যালট মারার ঘটনা শি^কার করে বলেন, চেয়ারম্যান পদের এই সেন্টারের ২১১০ ভোটের ব্যালট পেপার ফুরিয়ে গেছে। তবে মেম্বারের ব্যালট পেপার আছে। আমি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমার কি ক্ষমতা আছে? আমার কথা এখানে কেউ শুনে না। আমাদের কোন নিরাপত্তাও নেই। আমি নিরুপাই। এসময় তিনি সাংবাদিকদের এখন কিছু না লেখার অনুরোধ জানান।