Home » মেহেরপুরে ভ্রাম্যমাণের অভিযানে ২ ব্যাবসায়ীর নিকট থেকে জরিমানা

মেহেরপুরে ভ্রাম্যমাণের অভিযানে ২ ব্যাবসায়ীর নিকট থেকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
77 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রী এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ২ ব্যাবসায়ীর নিকট থেকে জরিমানা ।

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রী এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ২ ব্যাবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেসার্স মজিদ স্টোরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ প্রচুর পরিমান তারিখ বিহীন পণ্য রাখা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে মেসার্স খালেক হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও তারিখ বিহীন পণ্য বিক্রর অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম,গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান এবং মেহেরপুর পুলিশের একটি দল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন