নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে নকল সিগারেট রাখার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার নওয়াপাড়া বাজারের বিশ্বাস ট্রেডার্সকে ওই জরিমানা করা হয় এবং এ সময় বিপুল সংখ্যক নকল সিগারেট উদ্ধার করা হয়। অপরাধীদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪১ ধারা অনুসারে প্রতিষ্ঠানটির ম্যানেজার আসিবকে এ দন্ডাদেশ প্রদান করেন।
এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ ও র্যাব-২ এর একটি টিম।
অভিযান শেষে নওয়াপাড়া বাজারেই উপস্থিত জনতার সহযোগিতায় নকল সিগারেট জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।